আকিব মাহমুদ:
করোনাকালের স্থিরতা ছাপিয়ে এবং স্বাস্থ্যবিধি মেনে গ্র্যান্ড ফিনালেতে এসে পৌঁছেছে মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২০ প্রতিযোগিতা।
নানান পর্বের মধ্য দিয়ে পর্যায়ক্রমে খুব দ্রুতই চূড়ান্ত ধাপে এসে গেছে এই বিউটি পেজেন্ট। আজ ৩ এপ্রিল চুড়ান্ত ভাগ্য নির্ধারনের দিন। হাজারো প্রতিযোগীদের পেছনে ফেলে চুড়ান্ত পর্বে পৌছানো ১০ প্রতিযোগীর মধ্যে কে পরবেন মিস ইউনিভার্সের মুকুট তা নিয়েই চলছে জল্পনা কল্পনা।
সৌন্দর্য্য আর প্রতিভার সম্মিলনে আন্তর্জাতিক প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’-এ অংশগ্রহণকারীদের চুলচেরা বিশ্লেষণের পর সেরা সুন্দরী হিসেবে ১০ জনকে বাছাই করেছেন বিচারকরা। গায়ক ও অভিনেতা তাহসান রহমান খান, মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মীম, ফ্যাশন হাউজ জুরহেমের প্রতিষ্ঠাতা ও ক্রিয়েটিভ ডিরেক্টর মেহরুজ মুনির এবং ব্র্যাক ইউনিভার্সিটির আন্তর্জাতিক বিষয়ের ম্যানেজার আইরিন সমার তিলগারের বিচার বিশ্লেষনে সেরা দশে জায়গা করে নেন অনকিতা দে, আপনা চাকমা, ফারজানা আকতার অ্যানি, ফারজানা ইয়াসমিন, ফাতেমা তুজ জহুরা, মারিয়াম আহমেদ, মাসুদা খান, নিদ্রা দে, তানজিয়া জামান মিথিলা এবং তৌহিদা তাসনিম তিফা।
আগামী ১৬ মে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ‘মিস ইউনিভার্স ২০২০’ প্রতিযোগিতার মূল পর্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য লড়বেন এই ১০ প্রতিযোগী। তবে মুকুটটা কার মাথায় উঠছে তার প্রতীক্ষায় দর্শকসহ প্রতিযোগীতারা।
সেরা টিভি/আকিব