স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে মালবাহী কার্গোর ধাক্কায় ডুবে যাওয়া লঞ্চ থেকে এখন পর্যন্ত ২৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ২৭ জনের পরিচয় জানা যায়নি। নিহতদের পরিচয় শনাক্ত করছে ফায়ার সার্ভিস এবং মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে। সোমবার (০৫ এপ্রিল) বেলা সোয়া ২টা পর্যন্ত ডুবে যাওয়া লঞ্চটি নদীর পূর্বপাড়ে এনে তল্লাশি চালিয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়।
এর মধ্যে আজ ২২ জনের এবং গতকাল ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। এখনো নিখোঁজ তালিকায় আছেন ৭ জন। উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস এ তথ্য নিশ্চিত করেছে।
সেরা টিভি/আকিব