দিল্লিতে রাতে কারফিউ জারি - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
দিল্লিতে রাতে কারফিউ জারি - Shera TV
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৬:০৪ পূর্বাহ্ন

দিল্লিতে রাতে কারফিউ জারি

সেরা টিভি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় ভারতের রাজধানী দিল্লিতে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। মঙ্গলবার (০৬ এপ্রিল) হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন বলা হয়েছে, আজ থেকেই রাত্রিকালীন এই কারফিউ জারি করা হচ্ছে। দিল্লি সরকারকে উদ্ধৃত করে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, রাতের কারফিউ চলাকালে যারা টিকা দিতে যাবেন এবং প্রয়োজনীয় পরিষেবার জন্য চলাচল করবে তাদের ই-পাসের মাধ্যমে অনুমতি দেওয়া হবে।

কারফিউ চলাকালীন সময়ে বেসরকারি হাসপাতালের চিকিৎসক, নার্স, অন্যান্য চিকিৎসা কর্মী এবং সাংবাদিকদের আইডি কার্ডসহ রাস্তায় বের হতে বলা হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরেই দিল্লিতে বাড়ছে সংক্রমণের হার। ২৯ মার্চ রাজধানীতে সংক্রমণের হার ছিল ২.৭ শতাংশ। আটদিনের মাথায় সেটাই দ্বিগুণ হয়ে গিয়েছে। অথচ দোলের পরদিন করোনার যে সংক্রমণের হার ছিল, তা এক সপ্তাহ আগেও অর্ধেক ছিল। অর্থাৎ গত দু’সপ্তাহে দিল্লিতে করোনার সংক্রমণ রীতিমতো খাড়াভাবে বেড়েছে। সে কারণেই কারফিউ জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দিল্লিতে করোনায় আক্রান্তের সংখ্যা মোট ৬ লাখ ৭৯ হাজার ৯৬২ জন। আর মৃতের সংখ্যা ১১ হাজার ৯৬ জন। সোমবার নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৩ হাজার ৫৪৮ জন। বিমানবন্দর, ট্রেন এবং বাস স্টেশনগুলিতে যাতায়াতকারীরা টিকিট দেখাতে পারলে রাস্তায় চলাচলের অনুমতি পাবে। রাজধানীতে করোনাভাইরাসের সংক্রমণে নতুন করে তীব্র উত্থান শুরু হওয়ার পর থেকে দিল্লি সরকারের এটিই সবচেয়ে কঠিন আদেশ। দিল্লি সরকার জানিয়েছে, নাইট কারফিউটি প্রয়োজনীয় চলাচল নিয়ন্ত্রণ করার জন্য প্রয়োগ করা হবে।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360