স্টাফ রিপোর্টার:
বিধি-নিষেধের আওতামুক্ত থাকলেও চলাফেরার সময় হয়রানিতে পড়েছেন অনেক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। দেশজুড়ে চলছে কঠোর বিধিনিষেধ। এই পরিস্থিতিতে অতি প্রয়োজনে বের হতে হলে পুলিশের কাছ থেকে নিতে হচ্ছে মুভমেন্ট পাস। সর্বাত্মক বিধি-নিষেধের বাইরে থাকলেও প্রথম দিনেই হয়রানির শিকার হয়েছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেছেন নিজেদের অভিজ্ঞতা।
বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের পেইজে কৃষ্ণা হালদার লিখেছেন, কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালে নাইট শিফটে ডিউটি শেষে বাসায় ফিরতে পারেননি তিনি। তাকে আনতে যাওয়া গাড়ির চালককে পুলিশ মামলা দিয়েছে। একইভাবে হয়রানির শিকার হন আরেক চিকিৎসকও। কুর্মিটোলা হাসপাতালের আইসিইউর নার্সদের বহনকারী গাড়ি টঙ্গীতে আটকে দেয়ার অভিযোগ আরেক চিকিৎসকের। মুভমেন্ট পাস ছাড়া গাড়ি ছাড়বে না বলে দুই ঘণ্টা আটকে রাখে পুলিশ।
তারা জানান, বাসা থেকে হাসপাতালে যেতে কিংবা হাসপাতাল থেকে বাসায় ফিরতে ‘মুভমেন্ট পাস’-এর নামে কাউকে কাউকে জরিমানাও করা হয়েছে। এছাড়া, গাড়ি থেকে নামিয়ে দেয়া, ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখার অভিযোগও করেছেন চিকিৎসকরা। করোনার প্রথম সারির যোদ্ধাদের সঙ্গে হয়রানিমূলক আচরণের অবসান চেয়েছে ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিজ- এফডিআরএস।
বিভিন্ন পয়েন্টে দায়িত্বে থাকা সদস্যদের এ বিষয়ে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সেরা টিভি/আকিব