অনলাইন ডেস্ক:
“বর্তমানে রাজনীতিটা ভীষণ জটিল হয়ে গিয়েছে। আমি খাপ খাওয়াতে পারছি না”, বিস্ফোরক মন্তব্য করে বসলেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের তৃণমূলের সাংসদ তথা টলিউড অভিনেতা দীপক ওরফে দেব ।
শুধু তাই নয়, একুশের নির্বাচনে ‘দিদি’ মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হতে বললেও তিনি ভোটে দাঁড়াতেন না বলে খোলাখুলি মন্তব্য করেন ঘাসফুল শিবিরের তারকা সাংসদ। তাহলে কি রাজনীতি থেকে সন্ন্যাস নিতে চলেছেন দেব? প্রশ্ন উঠেছে রাজনৈতিকমহলের অন্দরেই।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানা গেছে, পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট দক্ষিণ কেন্দ্রে গতকাল মঙ্গলবার তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে এসে দেব বলেন, ‘আমি বিশ্বাস করি, মানুষের সুখে-দুঃখে যারা পাশে থাকবে এমন রাজনৈতিক দলেরই সরকারে ক্ষমতায় থাকা উচিত। কিন্তু বর্তমান সময়ের রাজনীতি একদম আলাদা হয়ে গেছে। আজকের রাজনীতি বড্ড জটিল। আমি কোনোমতেই খাপ খাওয়াতে পারছি না বর্তমান সময়ের রাজনীতির সঙ্গে। বুঝে উঠতে পারছি না এটা কিসের নির্বাচন। দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) যদি আমাকে এই নির্বাচনে প্রার্থী হতে বলতেন, তাহলেও আমি হতাম না। কারণ এই রাজনীতিতে আমি অভ্যস্ত নই।’
দেব বলেন, ‘বর্তমানে ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে। ভোটে জেতার জন্য আর ভোট পাওয়ার জন্য হিন্দু নেতারা হিন্দুদের বলছেন, আপনারা সুরক্ষিত নন, আপনারা আমাদের ভোট দিন। আমরা আপনাদের সুরক্ষিত রাখব। মুসলমানদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে। আমি বুঝতেই পারছি না, আসলে কে সুরক্ষিত আছে এই দেশে? হিন্দু ও মুসলমান যদি দুপক্ষই বলেন, কেউ সুরক্ষিত নন, তাহলে কারা সুরক্ষিত? আসলে আমাদের দেশে একমাত্র সুরক্ষিত সেই নেতারাই যারা সবাইকে বোকা বানিয়ে ভোট নিয়ে যান আর হিন্দু মুসলমানের মধ্যে লড়াই বাঁধিয়ে দেন।’
এদিন বিজেপি নেতাদের কটাক্ষ করে দেব বলেন, ‘সম্মানীয় হিন্দু নেতারা লকডাউনের সময় কোথায় ছিলেন? লক্ষ লক্ষ শ্রমিক যখন করোনার সময় পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন, খেতে পাচ্ছিলেন না, বাড়ি যেতে পারছিলেন না, তখন কোথায় ছিলেন ওই নেতারা? আজ আমি বাংলার জনগণের হয়ে দুপক্ষের নেতাদের কাছে জিজ্ঞেস করছি, যখন মানুষের আপনাদের প্রয়োজন ছিল, তখন কোথায় ছিলেন আপনারা? সেই সময় তাঁরা কেন মানুষের পাশে ছিলেন না বলুন তো? তখন তো নির্বাচন ছিল না, তখন যদি আপনারা মানুষের পাশে থাকতেন তাহলে মানুষ আজ বিচার করতে পারতেন কারা তাদের পাশে থাকেন।’
সেরা টিভি/আকিব