ডেস্ক রিপোর্ট:
বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী সারাহ বেগম কবরী। করোনা সংক্রমণ বিবেচনায় কোন রকম আনুষ্ঠানিকতা ছাড়াই বিদায় দেয়া হলো বাংলা চলচ্চিত্রের মিষ্টি মেয়েকে। তাকে শেষ বিদায় জানাতে আসেন স্বজনরা ছাড়াও চলচ্চিত্র ও রাজনৈতিক অঙ্গনের তার দীর্ঘদিনের সহকর্মীরা।
করোনা আক্রান্ত হয়ে শুক্রবার (১৬ এপ্রিল) রাত ১২ টা বিশ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন করেন রুপালী পর্দার কিংবদন্তী অভিনয়শিল্পী সারাহ বেগম কবরী। রাতে মরদেহ রাখা হয় শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে।
পরদিন শনিবার (১৭ এপ্রিল) সকালে মরদেহ গোসলের জন্য নেয়া হয় মোহাম্মদপুরের আল মারকাজুলে। সেখান থেকে গুলশানের বাসভবনে শেষবারের মতো নেয়া হয় এ দেশের চলচ্চিত্রের তারকাশিল্পী কবরীকে।
বনানী কবরস্থানে নেয়া হলে সেখানে কবরীকে শেষ বিদায় জানাতে আসেন আত্মীয়স্বজনসহ চলচ্চিত্র ও রাজনৈতিক অঙ্গনের দীর্ঘদিনের সহকর্মীরা। জানাজার আগে কবরীকে দেয়া হয় ‘গার্ড অব অনার’। পরে জানাজা শেষে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় বাংলা চলচ্চিত্রের এই শিল্পীকে।
সেরা টিভি/আকিব