স্টাফ রিপোর্টার:
হেফাজতে ইসলামের আরেক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম মাওলানা কোরবান আলী কাসেমী। তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এবং হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের সহসভাপতি।
মঙ্গলবার বিকেলে রাজধানীর বাসাবোর বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ গ্রেপ্তার করে তাকে। গ্রেপ্তারের পর তাকে মিন্টোরোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। বুধবার আদালতে হাজির করানো হবে হেফাজতের এই নেতাকে। এ নিয়ে হেফাজতে ইসলামের ১২ জন কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করা হল। তবে সম্প্রতি সহিংসতার ঘটনায় ২৬ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে প্রায় ৫শ’ হেফাজত, বিএনপি ও জামায়াত নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে।
সেরা টিভি/আকিব