দেশের বিভিন্ন স্থানে হেফাজত তান্ডবের ১৬টি মামলার তদন্ত করবে পিবিআই - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
দেশের বিভিন্ন স্থানে হেফাজত তান্ডবের ১৬টি মামলার তদন্ত করবে পিবিআই - Shera TV
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০১:৩৬ অপরাহ্ন

দেশের বিভিন্ন স্থানে হেফাজত তান্ডবের ১৬টি মামলার তদন্ত করবে পিবিআই

সেরা টিভি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১

স্টাফ রিপোর্টার:

দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় হেফাজতে ইসলামের বিরুদ্ধে দায়ের করা ১৬টি মামলার তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

কক্সবাজার, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ অঞ্চলে সহিংসতার ঘটনায় মামলাগুলো দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করে পিবিআই প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার বলেন, গত ২৬ মার্চ ও এর পরবর্তী সময়ে হেফাজতের সহিংসতায় সারাদেশে যেসব মামলা হয়েছে, সেগুলো থেকে ১৬টি মামলার তদন্ত পিবিআইকে দেওয়া হয়েছে।

পিবিআই প্রধান জানান, মামলার তদন্ত প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। আলামত ও সাক্ষ্য সংগ্রহে একটি তদন্ত কর্মকর্তাদের একটি গাইড লাইনও দেওয়া হয়েছে। নাশকতার ঘটনায় জড়িতদের শনাক্তে সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করছেন।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360