স্টাফ রিপোর্টার:
ঢাকার বাবুবাজার ব্রিজের পাশে আরমানিটোলার বিএনসি টাওয়ার নামের একটি ছয়তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ১৮ মিনিটে ভবনটিতে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের সদরঘাট ফায়ার স্টেশন ডিউটি ম্যান মো. কাইয়ুম। মো. কাইয়ুম বলেন, ‘৩টা ১৮ মিনিটে ভবনটিতে আগুন লাগে। বিএনসি টাওয়ারের নিচ তলায় কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদরঘাট ফায়ার স্টেশন কাজ করছে। আহত মানুষ উদ্ধার করা হচ্ছে’।
তবে কতজন মানুষ উদ্ধার করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি কাইয়ুম। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো বিস্তর তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
সেরা টিভি/আকিব