স্টাফ রিপোর্টার:
রাজধানীর মিরপুরের পল্লবী থানাধীন ডিওএইচএস এলাকায় স্বামীর হাতে খুন হয়েছেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য উমামা বেগম কনক।
শুক্রবার রাত পৌনে ১২টার দিকে পল্লবী থানাধীন মিরপুর ডিওএইচএস, ৭৪৩ নম্বর বাসায় তার স্বামী বটি দিয়ে কুপিয়ে জখম করে কনককে। পরিবারের পক্ষ থেকে জানা যায় ফ্ল্যাট লিখে না দেওয়ায় কনকের স্বামী ওমর ফারুক স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় সময় ঝগড়া বিবাদ হতো। এর জের ধরে শুক্রবার রাতে ফারুক ধারালো অস্ত্র দিয়ে কনককে কুপিয়ে আহত করে।
গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন শনিবার ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়। এই ঘটনায় তার স্বামী ওমর ফারুককে আটক করেছে পুলিশ।
সেরা টিভি/আকিব