অনলাইন ডেস্ক:
ভারতে মহামারী করোনাভাইরাসের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। আজ রবিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, টানা চতুর্থ দিনের মতো গত ২৪ ঘণ্টায় ৩ লাখের বেশি করোনায় সংক্রমণ শনাক্ত হয়েছে। দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৯ হাজার ৬৯১ জন। একই সময়ে রেকর্ড ২ হাজার ৭৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দিল্লিতেই মারা গেছে ৩৫৭ জন। দিল্লিতে একই সময়ে ২৪ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে।
করোনার সংক্রমণ রোধে দিল্লিতে ছয়দিনের লকডাউন চলছে। এটির মেয়াদ আগামীকাল সোমবার পর্যন্ত। সংক্রমণ বাড়তে থাকায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আজ রবিবার লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়িয়েছেন।
করোনা সংক্রমণ বাড়তে থাকায় ভারতের বিভিন্ন রাজ্য ও অঞ্চলের মতো দিল্লিতেও অক্সিজেন, মেডিকেল বেডসহ বিভিন্ন মেডিকেল সরঞ্জামের সংকট তীব্র হয়ে উঠেছে। অরবিন্দ কেজরিওয়াল গতকাল শনিবার দিল্লিতে অক্সিজেন সরবরাহের অনুরোধ করে টুইট করেন। তিনি দেশটির সব মুখ্যমন্ত্রীদের উদ্দেশে টুইটারে লিখেন, আপনাদের অতিরিক্ত অক্সিজেন থাকলে দিল্লিতে সরবরাহ করুন। করোনা এতই তীব্র হয়ে উঠেছে যে, তা ঠেকাতে প্রয়োজনীয় সবকিছুরই সঙ্কট তৈরি হয়েছে।
ভারতে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা সোট ১ কোটি ৬৯ লাখ ৬০ হাজার ১৭২ জন। এ নিয়ে দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ১ লাখ ৯২ হাজার ৩১১ জনের।
সেরা টিভি/আকিব