স্টাফ রিপোর্টার:
দেশে করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে চলমান বিধিনিষেধ আরো এক সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৫ মে পর্যন্ত এই নিষেধাজ্ঞা চলবে। এই অবস্থায় দোকান ও শপিংমল খোলার বিষয়ে আগের নির্দেশনা কিছুটা সংশোধন করা হয়েছে।
করোনা সংক্রমণ পরিস্থিতির মধ্যে নির্দেশনা কিছুটা সংশোধন করে দোকান ও শপিংমল রাত ৮টা পর্যন্ত খোলার রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ২৯ এপ্রিল থেকে পরবর্তী এক সপ্তাহ তা কার্যকর থাকবে।
আজ সোমবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।
সেরা টিভি/আকিব