স্টাফ রিপোর্টার:
র্যাবের অভিযানে ১৮ ঘন্টা পর উদ্ধার হলো চুরি হওয়া নবজাতক। সোমবার ঝিনাইদহের কালিগঞ্জের একটি হাসপাতাল থেকে চুরি হয় ওই নবজাতক। এই ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে একজন অপরিচিত নারীকে সন্দেহ করে থানায় মামলা করে শিশুটির বাবা। এরপর সকালে ঝিনাইদহ ক্যাম্পের র্যাবের একটি দল ওই উপজেলা থেকে মিনারা খাতুন নামে এক নারীকে আটক করে। তার কাছ থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়। গ্রেফতারের পর প্রাথমিকভাবে সে নবজাতককে চুরির বিষয়টি স্বীকার করেছে বলে র্যাব জানায়। পরে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয় ।
সেরা টিভি/আকিব