স্টাফ রিপোর্টার:
হুইপপুত্র শারুনের বিরুদ্ধে দায়ের করা মুনিয়ার ভাইয়ের হত্যা মামলাটির আবেদন স্থগিত রাখার আদেশ দিয়েছে ঢাকার সিএমএম আদালত। আত্মহত্যার প্ররোচনার মামলাটির তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তা স্থগিত থাকবে বলে সিদ্ধান্ত দেন আদালত। এদিকে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন মুনিয়ার বোন ও আত্মহত্যার প্ররোচনার মামলার বাদি নুসরাত জাহান। এছাড়া মুনিয়ার মৃত্যুর ঘটনায় সুষ্ঠু ও দ্রুত তদন্তের দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন হয়েছে।
কলেজছাত্রী মুনিয়ার আত্মহত্যার প্ররোচনার মামলার বাদি তার বড় বোন নুসরাত জাহান। নিজের জীবনের নিরাপত্তা চেয়ে শনিবার রাতে কুমিল্লার কোতোয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। অভিযোগ করেন তার বোনের মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করার পর তাকে ফোনে হুমকি দেয়া হচ্ছে। মামলা তুলে নেয়ার বার্তা দেয়া হচ্ছে।
এর কয়েকঘন্টা পর রবিবার মুনিয়া ও নুসরাতের ভাই আশিকুর রহমান ঢাকার আদালতে জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রামের সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর ছেলে নাজমুল চৌধুরী শারুনের বিরুদ্ধে মুনিয়াকে হত্যার অভিযোগ আনেন।
পরে রবিবার বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন শুনানি শেষে মামলাটির আবেদনটি স্থগিত রাখার আদেশ দেন। জানান, একই বিষয়ে আত্মহত্যার প্ররোচনার একটি মামলা হয়েছে, সেই মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে।
এদিকে মুনিয়ার মৃত্যুর ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে কুমিল্লায় মানববন্ধন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কুমিল্লা জেলা কমান্ড ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এবং আইনজীবী কল্যাণ পরিষদ।
এছাড়া মুনিরার মৃত্যুর সঠিক তদন্ত, বিচারের দাবিতে যশোরে মানববন্ধন করেছে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি। ঘন্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন।
গত ২৬শে এপ্রিল রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে কলেজছাত্রী মোশারাত জাহান মুনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
সেরা টিভি/আকিব