আজ আসছে মেট্রোরেলের দ্বিতীয় চালান - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
আজ আসছে মেট্রোরেলের দ্বিতীয় চালান - Shera TV
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৪ পূর্বাহ্ন

আজ আসছে মেট্রোরেলের দ্বিতীয় চালান

সেরা টিভি
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মে, ২০২১

স্টাফ রিপোর্টার:

মেট্রোরেলের দ্বিতীয় চালান নিয়ে রবিবার (৯ মে) মোংলা বন্দরে নোঙ্গর করবে রেলিজ পতকাবাহী বিদেশি জাহাজ ‘এম ভি ওশান গ্রেস’। জাপানের কোবে বন্দর থেকে এবারও ছয়টি কোচ নিয়ে মোংলা বন্দরের জেটিতে ভিড়বে এই জাহাজটি।

বিদেশি ওই জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিমশিপ কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. ওহিদুজ্জামান রাতে  এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও বলেন, এবারও মেট্রোরেলের ছয়টি কোচের ৪৮টি প্যাকেজ আসবে। যার ওজন ২৬৭ মেট্রিকটন।

এর আগে গত ৩১ মার্চ মেট্রোরেলের প্রথম চালান নিয়ে মোংলা বন্দরে নোঙ্গর করে ‘এসপিএম ব্যাংকক’ নামে বিদেশি জাহাজ। ওই সময় বন্দরে খালাস হওয়া ছয়টি বগিই এরই মধ্যে নদী পথে ঢাকায় উত্তারার দিয়াবাড়ী পৌঁছানোর পর ট্রায়াল রান হয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, ‘রবিবার মোংলা বন্দরে মেট্রোরেলের বগি নিয়ে আসা এটিই হবে দ্বিতীয় চালান। পর্যায়ক্রমে ২০২২ সালের মধ্যে ২৪টি জাহাজে করে মেট্রোরেলের আরও ১৪৪ টি বগি এ বন্দর দিয়ে খালাস হবে বলে জানান তিনি’।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360