স্টাফ রিপোর্টার:
দরজায় কড়া নাড়ছে ঈদ। বাড়ি ফেরার তাড়া যাত্রীদের। শেষ মুহূর্তে ঈদযাত্রায় বাগড়া দিল বৃষ্টি! মঙ্গলবার (১১ মে) বিকেল সাড়ে ৪টা থেকে টিপটিপ বৃষ্টিতে দুর্ভোগে পরেছেন দক্ষিণাঞ্চলের যাত্রীরা। বৃষ্টি মাথায় নিয়েই ঘরে ফিরছেন তারা।
জানা গেছে, নৌরুটে নৌযান হিসেবে শুধুমাত্র ফেরি চলাচল করছে। যাত্রীদের চাপ বেশি থাকায় যানবাহনের চেয়ে যাত্রীদের অগ্রাধিকার দিয়ে পার করা হচ্ছে। আর ফেরির ডেক প্রায় বেশির ভাগ অংশই খোলা থাকায় বৃষ্টিতে ভিজতে হচ্ছে যাত্রীদের। বিকেল থেকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে। একই সঙ্গে টিপটিপ বৃষ্টি পড়তে থাকায় দীর্ঘ নৌপথ ভিজতে হচ্ছে যাত্রীদের। ফলে বিকেলের আকস্মিক বৃষ্টি ঈদযাত্রায় দুর্ভোগে ফেলেছে হাজার হাজার যাত্রীকে।
অন্যদিকে, ঢাকা থেকে বিভিন্ন উপায়ে অতিরিক্ত ভাড়া ব্যয় করে বাংলাবাজার ঘাটে এসে দক্ষিণাঞ্চলের যাত্রীরা পড়েন আরো ভোগান্তিতে। গণপরিবহন না থাকায় বাংলাবাজার ঘাট থেকে থ্রি-হুইলার, মোটরসাইকেল, মাইক্রোবাসে তিনগুণ বেশি ভাড়া গুণতে হচ্ছে।
বরিশালগামী বরিউল হাসান জানান, আগে বাংলাবাজার ঘাট থেকে বরিশাল যেতে ভাড়া লাগতো মাত্র ৫০০ টাকা। এখন মাইক্রোবাসে ভাড়া নেয় ১২০০ টাকা থেকে দেড় হাজার টাকা পর্যন্ত। এতো টাকা দিয়ে কীভাবে বাড়ি যাব?
বিআইডব্লিউটিসি বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন বলেন, ঈদে ঘরে ফেরা দক্ষিণাঞ্চলের যাত্রীদের চাপ রয়েছে। আমাদের সব ফেরি চলাচল করছে। বাংলাবাজার ঘাটে তেমন চাপ নেই। তাই যাত্রী চাপ সামাল দিতে ফেরিগুলো বাংলাবাজার ঘাটে যাত্রী ও যানবাহন নামিয়ে খালি ফেরি শিমুলীয়া ঘাটে পাঠিয়ে দেওয়া হচ্ছে। বৃষ্টিতে কিছুটা সমস্যা হচ্ছে যাত্রীদের। হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় ভিজতে হয়েছে ঘরমুখো যাত্রীদের।
সেরা টিভি/আকিব