অনলাইন ডেস্ক:
কানাডায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি কানাডিয়ান নাগরিক নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মে) বিকেল সাড়ে ৪টার দিকে দেশটির হাইওয়ে ৪০১ সড়কের বাউন্ডারি রোড ও কর্নওয়েল অ্যাভিনিউ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজন হলেন-ব্যবসায়ী মনিরুজ্জামান বিজয় ও তার শাশুড়ি এবং তাদের ব্যবসাপ্রতিষ্ঠান প্রিমিয়াম সুইটসের অন্যতম কুক লিয়াকত হোসেন।
অন্টারিও প্রাদেশিক পুলিশ বলছে, প্রাথমিকভাবে তদন্তে পাওয়া গেছে, তিন আরোহী ছিলেন গাড়িতে। রাস্তার বাম দিকে সড়ক বিভাজকে ধাক্কা লাগার পরই গাড়িতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়। আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় সানিব্রুক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৪ মে) মনিরুজ্জামানের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে।
সেরা টিভি/আকিব