অনলাইন ডেস্ক:
কলজেছাত্রী প্রেমিকাকে বিয়ের কথা বলে ডেকে মৎস্য খামারে আটকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার। জামালপুর সদরের নরুন্দিতে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফয়সাল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, জামালপুর সদর উপজেলার কচুনধরা গ্রামের কলেজ পড়ুয়া এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে পার্শ্ববর্তী গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ফয়সাল হক। গত শনিবার রাতে বিয়ের কথা বলে ফয়সাল ওই কলেজছাত্রীকে তার খালারবাড়ি মহিশুড়া গ্রামে ডেকে নেয়।
পরে সেখানে একটি মৎস্য খামারে আটকে রেখে রাতভর ধর্ষণ করে ফয়সাল। এ সময় ফয়সালের বন্ধু আলমগীর, অপু, শাহীন ও খোকা তাকে সহায়তা করে। এ ঘটনায় ওই কলেজছাত্রী নিজে বাদী হয়ে ফয়সালসহ ৫ জনকে আসামি করে জামালপুর থানায় মামলা দায়ের করে। পরে পুলিশ ধর্ষণের অভিযোগে ফয়সালকে গ্রেপ্তার করে সোমবার দুপুরে আদালতে সোপর্দ করে। জামালপুর সদর থানার ওসি (তদন্ত) মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সেরা টিভি/আকিব