স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জে ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার আরেকটি মামলায় হেফাজতের সাবেক যুগ্ম-মহাসচিব মামুনুল হককে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই। মোদী বিরোধী আন্দোলন চলাকালে নাশকতার একটি মামলায় সোমবার (১৭ইমে) বিকেলে মামুনুল হককে গ্রেপ্তার দেখিয়ে ৭ দিনের রিমান্ড আবেদন করেন পিবিআই। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ফেরদৌস শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, গেল ১২ই মে আরও পাঁচ মামলায় মামুনুল হককে ১৫ দিনের রিমান্ডে নেয় পুলিশ। গত ২৮শে মে ঢাকা-চট্টগ্রাম মহাড়কের নারায়ণগঞ্জে শিমরাইল থেকে সাইনবোর্ড এলাকা পর্যন্ত ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় পুলিশ বাদী হয়ে ৬টি মামলা করে। ১৫ই এপ্রিল পুলিশ হেডকোয়ার্টার্স এর নির্দেশের একটি মামলার দায়িত্ব নেয় পিবিআই।
গত ১৮ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে মামুনুল হককে নাশকতার মামলায় গ্রেপ্তার করে পুলিশ।
সেরা টিভি/আকিব