ন্যায়বিচার পাবেন সাংবাদিক রোজিনা - আইনমন্ত্রী - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
ন্যায়বিচার পাবেন সাংবাদিক রোজিনা - আইনমন্ত্রী - Shera TV
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০১ অপরাহ্ন

ন্যায়বিচার পাবেন সাংবাদিক রোজিনা – আইনমন্ত্রী

সেরা টিভি
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মে, ২০২১

স্টাফ রিপোর্টার:

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘আমি শুধু এইটুকু বলবো, এ রকম একটি ঘটনায় সরকার ও সাংবাদিকদের সঙ্গে দূরত্ব সৃষ্টি হোক— এ রকম কোনো সন্দেহ যদি থাকে, তাহলে সরকার সেটি দূর করার চেষ্টা করবে। পরশুদিন বোধ হয় জামিনের শুনানি আছে, সেটি আদালত নিশ্চয়ই দেখবেন, সবকিছু বিবেচনা করবেন। আমিও প্রসিকিউশনকে মামলাটা খতিয়ে দেখার জন্য বলবো। তবে এটুকু বলতে পারি অবশ্যই তিনি (রোজিনা ইসলাম) ন্যায়বিচার পাবেন।’

মঙ্গলবার (১৮ মে) রাতে রাজধানীর গুলশান-২ এ নিজ বাসভবনে সাংবাদিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বৈঠকের বিষয়বস্তু তুলে ধরে সাংবাদিক নেতাদের পক্ষ থেকে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, ‘রোজিনা ইসলাম সৎ অনুসন্ধানী সাংবাদিক। তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার। তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। তিনি ব‌্যক্তিগত স্বার্থে সেখানে যাননি; বরং গণতন্ত্রের জন‌্য, দেশ ও জাতির স্বার্থে সেখানে গেছেন। সাংবাদিকরা দেশ, জনগণ ও গণতন্ত্রের জন‌্য কাজ করেন। তাই রোজিনাকে দ্রুত মুক্তি দিতে হবে।’

এ ঘটনায় স্বাস্থ‌্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি প্রত‌্যাখ‌্যান করে ফরিদা ইয়াসমিন বলেন, ‘আমরা আইনমন্ত্রীকে বলেছি, যে স্বাস্থ‌্য মন্ত্রণালয়ের বিরুদ্ধে আমাদের অভিযোগ, তাদের কর্মকর্তা দিয়ে নিরপেক্ষ তদন্তের সুযোগ নেই। তাই, স্বাস্থ‌্য মন্ত্রণালয়ের কমিটি বাতিল করে প্রয়োজনে আইন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে তদন্ত কমিটি গঠন করতে হবে এবং এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করতে হবে। জড়িতদের বিরুদ্ধে ব‌্যবস্থা নিতে হবে।’

এর আগে রাত ৯টার দিকে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের সঙ্গে তার বাসভবনে বৈঠক শুরু করেন সাংবাদিক নেতারা। তারা রোজিনা ইসলামের মুক্তির বিষয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। সাংবাদিক নেতারা রোজিনার দ্রুত মুক্তির জন‌্য আইনমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। অসুস্থ রোজিনার সুচিকিৎসার পাশাপাশি জড়িতদের বিচার দাবি করেন তারা।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্ট‌ার্স ফোরামের সভাপতি তপন বিশ্বাস, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাঈনুল আলম প্রমুখ বৈঠকে অংশ নেন।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360