অনলাইন ডেস্ক:
লিবিয়া থেকে ইউরোপ যাবার পথে অভিবাসন প্রত্যাশী একটি নৌকা ডুবে অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এসময় জীবিত উদ্ধার করা হয়েছে ৩৩ বাংলাদেশিকে। মঙ্গলবার (১৮ মে) নৌকাডুবে নিখোঁজের ঘটনা ঘটে বলে জানায় তিউনিসিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
জানা গেছে, নৌকাটি লিবিয়ার জাওয়ারা থেকে রবিবার (১৬ মে) রওনা দেয়। তিউনিসিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহামেদ জিকরি জানান, উদ্ধারকৃতদের তিউনিসিয়ার দক্ষিণাঞ্চলীয় উপকূলের একটি তেলক্ষেত্রে তাদের রাখা হয়েছে। দেশটির নৌবাহিনী জানায়, প্রায় ডুবে যাওয়া একটি নৌকা থেকে শতাধিকের বেশি অভিবাসী উদ্ধার করা হয়েছে। যাদের মধ্যে বেশিরভাগ বাংলাদেশি ও সুদানের। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার এক মুখপাত্র জানান, বেঁচে যাওয়া ৩৩ জন বাংলাদেশ থেকে এসেছেন। এছাড়া অন্তত ৫০ জন নিখোঁজ রয়েছেন।
সেরা টিভি/আকিব