স্টাফ রিপোর্টার:
রোহিঙ্গাদের মধ্যে হঠাৎ করে করোনাভাইরাস সংক্রমণ বেড়েছে। ঝুঁকির মুখে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলো। তাই উখিয়া ও টেকনাফের ৩৪টি শিবিরে লকডাউন ঘোষণা করা হয়েছে। শুক্রবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত বলেন, শরণার্থী শিবিরে করোনা সংক্রমণ বাড়ায় শুক্রবার থেকে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। ক্যাম্পে সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ওষুধ ও ফুডসের কার্যক্রম চলমান থাকবে।
সেরা টিভি/আকিব