অনলাইন ডেস্ক:
করোনাভাইরাস সংক্রমণে বিপর্যস্ত ভারতে ব্ল্যাক ফাঙ্গাস বা কালো ছত্রাকের পর এবার নতুন আতঙ্ক হিসেবে দেখা দিয়েছে হোয়াইট ফাঙ্গাস বা সাদা ছত্রাক। খবর বিবিসি ও এনডিটিভির।
দেশটির গণমাধ্যমগুলো বলছে, ব্ল্যাক ফাঙ্গাসের চেয়ে অনেক বেশি বিপজ্জনক ও ভয়াবহ হোয়াইট ফাঙ্গাস। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মুশতাক হোসেন বলেন, ‘ব্ল্যাক ফাঙ্গাসকে ইতোমধ্যেই ভারতের জরুরি স্বাস্থ্য অবস্থা হিসেবে ঘোষণা করা হয়েছে। এখন নতুন করে হোয়াইট ফাঙ্গাসের কথা আসছে। পর্যাপ্ত গবেষণা হলে পার্থক্যটা বোঝা যাবে।’
তিনি বলেন, যে কোনো ফাঙ্গাল ইনফেকশন বা ছত্রাকজনিত সংক্রমণ হয় অতিরিক্ত স্টেরয়েড ব্যবহারের কারণে। করোনা রোগী বিশেষ করে আইসিইউতে থাকা রোগীদের চিকিৎসার প্রয়োজনে স্টেরয়েড দিতে হয়। করোনা থেকে সেরে ওঠার পর অনেকের দেখা যাচ্ছে যে, ফাঙ্গাল ইনফেকশন মাথাচাড়া দিয়ে উঠছে। সেটারই এখন নানা ধরন বিভিন্নভাবে প্রকাশ পাচ্ছে।
বিহার রাজ্যে হোয়াইট ফাঙ্গাসে সংক্রমিত হয়েছেন অন্তত চারজন। তারা করোনা আক্রান্ত হননি। ভারতীয় চিকিৎসকরা বলছেন, হোয়াইট ফাঙ্গাসের প্রভাবে ফুসফুসজনিত সমস্যা তৈরি হতে পারে। পেট, যকৃত, মস্তিস্ক, নখ, ত্বক এবং গোপনাঙ্গেও ক্ষতি করতে পারে এই ছত্রাক।
এদিকে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের সংখ্যা কমেছে। বেড়েছে মৃত্যু। এ সময় দুই লাখ ৫৯ হাজার ৫৫১ জনের করোনা শনাক্ত হয়েছে, আর মারা গেছেন চার হাজার ২০৯ জন।
এ নিয়ে ভারতে করোনায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই কোটি ৬০ লাখ ৩১ হাজার ৯৯১। মোট মারা গেছেন দুই লাখ ৯১ হাজার ৩৩১ জন। তবে দেশটিতে কভিডে সংক্রমণ ও মৃত্যুর যে হিসাব সরকার দিচ্ছে, প্রকৃত সংখ্যা তার চেয়ে কয়েকগুণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সেরা টিভি/আকিব