সোমবার থেকে লঞ্চ চালু করতে চান মালিকরা - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
সোমবার থেকে লঞ্চ চালু করতে চান মালিকরা - Shera TV
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৬:৫৩ পূর্বাহ্ন

সোমবার থেকে লঞ্চ চালু করতে চান মালিকরা

সেরা টিভি
  • প্রকাশের সময় : শনিবার, ২২ মে, ২০২১

স্টাফ রিপোর্টার:

সোমবার থেকে লঞ্চ চলাচলসহ ৬ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল যাত্রী পরিবহণ সংস্থা। শনিবার সকালে, সদরঘাটে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান সংগঠনটির নেতারা।

তারা বলেন, মরণব্যাধি করোনাভাইরাসের কারণে দেশের নৌ সেক্টরের এক ক্রান্তিকালে শরণাপন্ন হয়েছি। অর্থনৈতিকভাবে আমরা অনেক ক্ষতিগ্রস্ত। বিশেষ করে নৌপরিবহন ব্যবস্থা একেবারেই ধ্বংসের সম্মুখীন। গত মার্চ মাসে যখন দ্বিতীয় বারের মতো কোভিড-১৯ আমাদের দেশে হানা দেয়। সরকারের পক্ষ থেকে তখন সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ পরিচালনার নির্দেশনার আলোকে আমরা ধারণ ক্ষমতার অর্ধেকেরও কম যাত্রী নিয়ে জাহাজ পরিচালনা করি। লাভ লোকসান যা-ই ছিল অন্তত শ্রমিক কর্মচারীদের বেতন ও ব্যাংক লোনের টাকা পরিশোধের একটা ব্যবস্থা ছিল। কিন্তু লঞ্চ বন্ধ থাকায় আমরা সবদিক দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছি।

শ্রমিক কর্মচারীদের বেতন বোনাস দেয়ার জন্য সংস্থার পক্ষ থেকে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, নৌপরিবহণ প্রতিমন্ত্রী ও বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যানের কাছে প্রণোদনার জন্য যে আবেদন করা হয়েছে তা দ্রুত দেয়ার দাবিও জানান তারা। একই সাথে ধারণ ক্ষমতার ওপর অগ্রিম ৬ মাসের ট্যাক্স মওকুফ, বিআইডব্লিউটিএ’র ৬ মাসের চার্জ, নৌ-পরিবহণ অধিদপ্তরের সার্ভে ফি ও ব্যাংক ঋণের ৬ মাসের সুদও মওকুফ করার দাবি জানান তারা।

এদিকে বিআইডব্লিউএ’র চেয়ারম্যান জানিয়েছেন, সরকারি নির্দেশনা না পেলে লঞ্চ চলাচল শুরু করা সম্ভব নয়।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360