স্পোর্টস ডেস্ক:
জয় খরায় ভুগছিলেন টাইগাররা। গত দশ ম্যাচ ধরে জয় বঞ্চিত ছিলেন তারা। টেস্ট, ওয়ানডে বা টি-টোয়েন্টি তিন সংস্করণেই ব্যর্থতার গল্প লিখে যাচ্ছিল ক্রিকেটাররা। সন্দেহ নেই এ নিয়ে বেশ অস্বস্তিতে ছিলেন লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৩৩ রানে হারিয়ে সেই দুঃস্বপ্নটা ছেড়ে ফেলল তামিম ইকবালরা। অস্বস্তির খোলস ভেঙে বেরিয়ে দেশের দামাল ছেলেরা ভাসল জয়ের রঙিন উচ্ছ্বাসে।
শুরুতে ব্যাট হাতে দাপট দেখালেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। পরে বল হাতে স্পিন বিষ ছড়িয়ে দিনটি নিজের করে নিলেন মেহেদী হাসান মিরাজ। সুবাদে প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৩৩ রানে হারিয়ে দিল বাংলাদেশ।ওয়ানিন্দু হাসারাঙ্গার দুরন্ত ফিফটিতে ২২৪ রানে গুটিয়ে যায় লঙ্কানরা। দুরন্ত এ জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা।
মিরপুরে টস জিতে লঙ্কানদের বোলিংয়ে পাঠিয়ে তামিম ইকবাল-মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদ তয়ী তারকা ব্যাটসম্যানের দুরন্ত ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৫৭ রানের পুঁজি গড়ে বাংলাদেশ।
সেরা টিভি/আকিব