স্টাফ রিপোর্টার:
মহামারির বিস্তার ঠেকানোর বিধিনিষেধের মেয়াদ বাড়লেও ব্যাংকে লেনদেনের সময় ৩০ মিনিট বাড়ানো হয়েছে। ব্যাংকের সঙ্গে মিল রেখে পুঁজিবাজারে লেনদেনের সময় আধা ঘণ্টা বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে ব্যাংক আড়াইটা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত দেয়া হয়। বিধি-নিষেধের মধ্যে এতদিন ব্যাংকগুলোতে ২টা পর্যন্ত লেনদেন চলছিল। প্রজ্ঞাপনে বলা হয়, বিধি-নিষেধের মধ্যে সীমিত পরিসরে ব্যাংকিং সেবা প্রদান অব্যাহত রাখার লক্ষ্যে ২৪শে থেকে ৩০শে মে পর্যন্ত সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে।
আর লেনদেন পরবর্তী আনুষ্ঠানিক কাজ সম্পাদনের জন্য বিকাল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। অন্যদিকে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসি জানিয়েছে, পুঁজিবাজারে লেনদেন এখন থেকে বেলা ২টা পর্যন্ত চলবে। পুঁজিবাজার এতদিন সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত খোলা ছিল।
১৪ই এপ্রিল সর্বাত্মক লকডাউন জারির পর থেকে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ব্যাংকে লেনদেন চলছিল।
সেরা টিভি/আকিব