স্টাফ রিপোর্টার:
করোনা সংক্রমণ রোধের লকডাউনে দেড় মাসেও বেশি সময় বন্ধ থাকার পর সোমবার থেকে চালু হতে যাচ্ছে দূরপাল্লার বাস। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানতে বাসের আসন সংখ্যার অর্ধেক যাত্রী পরিবহন করা যাবে। এ জন্য দূরপাল্লার বাসেও ৬০ শতাংশ বেশি ভাড়া দিতে হবে যাত্রীদের।
রোববার বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি সাংগঠনিক চিঠিতে সব জেলার বাস মালিকদের এ নির্দেশনা দিয়েছে। দূরপাল্লার বাস চলাচলের অনুমতি দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারির কয়েক ঘণ্টা পর এ নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়েছে, সরকার নির্ধারিত শর্তে ও স্বাস্থ্যবিধি বাস চালাতে হবে। মাস্ক ছাড়া কোনো যাত্রী উঠানো যাবে না। চালক, কন্ডাক্টর, হেলপার, টিকিট বিক্রিতে নিয়োজিত ব্যক্তিকে মাস্ক পরতে হবে। টিকিট কাউন্টারে সামাজিক দুরত্ব মানতে হবে।
সেরা টিভি/আকিব