স্বাস্থ্যবিধি মেনে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার দাবিতে রাজশাহীর সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। এসময় স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান ও হল খুলে দেয়াসহ ৬টি দাবি জানান তারা।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, এক বছরের বেশি সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দেশে সব কিছু চালু হলেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা হচ্ছে না। এভাবে আর কত দিন আমরা বসে থাকবো? চলতি মে মাসের মধ্যে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার জোর দাবি জানান তারা। অন্যথায়, সারা দেশের শিক্ষার্থীরা একত্রিত হয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলারও ঘোষণা দেন তারা।
এদিকে, টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। সোমবার টাঙ্গাইল শহীদ মিনারে সকাল সাড়ে ১০ টার দিকে শহরের নিরালাড় মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন পালন করা হয়।
সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষার্থী। এসময় তারা বলেন, এক বছরের বেশি সময় ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সেশন জট বৃদ্ধির পাশাপাশি অনেকের চাকরির বয়স শেষ হয়ে যাচ্ছে। এতে শিক্ষার্থীরা প্রচন্ড অনিশ্চয়তার মধ্যে দিয়ে সময় পার করছেন।
এদিকে দিনাজপুরে হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনে মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে বরিশাল ও গোপালগঞ্জেও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
উল্লেখ্য, দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। করোনাভাইরাস সংক্রমণের কারণে গত বছরের ১৭ মার্চ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এখন পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
সম্প্রতি দেশে করোনা সংক্রমণ ও ভারতীয় ধরন নিয়ে উদ্বেগ দেখা দেওয়ায় নতুন করে বিধিনিষেধ বাড়িয়েছে সরকার। সরে এসেছে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত থেকেও।
সেরা টিভি/আকিব