এদিকে বুধবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, রাজধানীতে আক্রান্ত হয়েছেন ৬২০ জন। এরই মধ্যে ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণা করেছে ভারত সরকার। করোনায় বিপর্যস্ত পরিস্থিতির মধ্যেই নতুন এই ছত্রাকের সংক্রমণ বাড়তে থাকায় নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে দেশটির স্বাস্থ্যব্যবস্থা। ব্ল্যাক ফাঙ্গাস আতঙ্কের মধ্যেই ইয়েলো এবং হোয়াইট ফাঙ্গাসও দেশটিতে উদ্বেগ বাড়াচ্ছে।
করোনাভাইরাস মহামারি মোকাবিলার মধ্যে প্রাণঘাতী ব্ল্যাক ফাঙ্গাসের প্রকোপ বৃদ্ধি ভারতকে নতুন সংকটের মধ্যে ঠেলে দিয়েছে বলে শুক্রবার বলেন প্রধানমন্ত্রী মোদি।
চোখ লাল হয়ে ফুলে ওঠা, ব্যথা, নাক ও এর চারপাশ লাল বা কালো হয়ে যাওয়া, জ্বর, মাথাব্যথা, কাশি, শ্বাসকষ্ট, রক্তবমি, কাশির সঙ্গে রক্ত যাওয়া, মানসিক অবসাদসহ অনেক উপসর্গই দেখা যায় বিরল এ রোগে।
ভারতে করোনাভাইরাস থেকে সেরে ওঠার পর ও ডায়াবেটিসে আক্রান্তদের ব্ল্যাক ফাঙ্গাস হলে তাদের মধ্যে সাইনোসাইটিস, মুখের এক পাশে ব্যথা বা অনুভূতি হারানো বা ফোলা, নাক ও নাকের আশপাশের ত্বক কালচে হয়ে যাওয়া, দাঁতব্যথা, দাঁত পড়ে যাওয়া, দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে আসা, বুকে ব্যথা, শ্বাস-প্রশ্বাসে জটিলতার মতো উপসর্গ দেখা যাচ্ছে।
সেরা টিভি/আকিব