স্টাফ রিপোর্টার:
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পদ্মা উত্তাল থাকায় মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
বুধবার সকাল থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পাড়ে আটকা পড়েছে শত শত যানবাহন।
মঙ্গলবার বিকাল ৫টা থেকে বন্ধ রয়েছে লঞ্চ চলাচলও। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নৌযান চলাচল স্বাভাবিক হবে না বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। যাত্রীদের নৌপথ এড়িয়ে চলার পরামর্শ দিয়ে ঘাট ত্যাগ করতে বলছে কর্তৃপক্ষ।
এদিকে, বুধবার তীব্র ঢেউয়ে শিমুলিয়া প্রান্তের দুই নম্বর ফেরিঘাটের পল্টুনের একটি অংশ ভেঙে গেছে। আবহাওয়া স্বাভাবিক না হলে এটি মেরামত করা হবে।
সেরা টিভি/আকিব