এবার ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণা - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
এবার ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণা - Shera TV
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৪:৪৮ অপরাহ্ন

এবার ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণা

সেরা টিভি
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মে, ২০২১

অনলাইন ডেস্ক:

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় টোকিওসহ অন্যান্য শহরে তিন সপ্তাহের জন্য জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়েছে জাপান। জনসন অ্যান্ড জনসনের এক ডোজের করোনা টিকার অনুমোদন দিয়েছে ব্রিটেনের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা।  আর ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণা করেছে দিল্লি।

করোনা সংক্রমণ বাড়তে থাকায় টোকিওসহ অন্যান্য শহরে তিন সপ্তাহের জন্য জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়েছে জাপান। ২৪ ঘণ্টায় দেশটিতে ১১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সাড়ে ১২ হাজারের বেশি মৃত্যু হয়েছে দেশটিতে। জাপানে মোট আক্রান্ত ছাড়িয়েছে সাত লাখ ৩৩ হাজার।

টোকিও অলিম্পিক গেমস উপলক্ষ্যে পাঁচ শতাধিক অ্যাথলেট, কোচ ও স্টাফকে ভ্যাকসিন দিয়েছে ফিলিপাইন।  অস্ট্রেলিয়ার দ্বিতীয় জনবহুল রাজ্য ভিক্টোরিয়ায় বৃহস্পতিবার রাত থেকে এক সপ্তাহের লকডাউন শুরু হয়েছে। লকডাউনের প্রথম দিনে সেখানে চারজনের করোনা শনাক্ত হয়েছে।  গণহারে ভ্যাকসিন কর্মসূচি দেয়ায় হাসপাতালগুলোতে করোনা রোগীর সংখ্যা ব্যাপক হারে কমতে শুরু করেছে ইতালিতে। শুক্রবার জনসন অ্যান্ড জনসনের একডোজের করোনা টিকার অনুমোদন দিয়েছে ব্রিটেনের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা।

করোনায় বিপর্যস্ত ভারতে সবচেয়ে ভয়ঙ্কর আকার নিয়েছে মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস। বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে ১৫৩ করোনা রোগীর শরীরে ব্ল্যাক ফাঙ্গাস ধরা পড়ে।  এরপরই দিল্লিতে ‘কালো ছত্রাককে’ মহামারী ঘোষণা করে কেজরিওয়াল সরকার। তবে ভারতে করোনার সংক্রমণ কিছুটা কমে এসেছে। বৃহস্পতিবার সংক্রমণ দুই লাখের নিচে নেমে এসেছে। যা ছয় সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। এদিকে ১৫ই জুন পর্যন্ত লকডাউন বাড়িয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সোমবার থেকে লকডাউন খুলে যাচ্ছে দিল্লিতে। অন্যদিকে, ৭ই জুন পর্যন্ত লকডাউন বাড়িয়েছে তামিলনাড়ু।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360