স্টাফ রিপোর্টার:
নয় দিন পর সৌদি আরবে চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট। গতকাল বেলা সাড়ে ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের দাম্মামের উদ্দেশে প্রথম ফ্লাইটটি ছেড়ে যায়। পরে সন্ধ্যা সোয়া ৬টায় জেদ্দার উদ্দেশে দ্বিতীয় ফ্লাইট যাত্রা করে।
বিমান সূত্র জানায়, সৌদি আরবের উদ্দেশ্যে শনিবার তিনটি ফ্লাইট রয়েছে। ২টি ছেড়ে গেছে। রাত ৩টা ২০ মিনিটে রিয়াদের উদ্দেশে বিমানের তৃতীয় ফ্লাইট ছেড়ে যাবে। সৌদি আরবে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হোটেল বুকিংয়ের ক্ষেত্রে প্রবাসী শ্রমিকদের বিমানের পক্ষ থেকে সহায়তা দেয়া হচ্ছে বলে বিমানের পক্ষ থেকে জানানো হয়।
সেরা টিভি/আকিব