স্টাফ রিপোর্টার:
প্রেমিকার করা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় প্রেমিককে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। রবিবার সন্ধ্যায় তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে, শনিবার মধ্যেরাতে টাঙ্গাইলের পূর্ব উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওই নারীর সঙ্গে একাধিকবার দেশের বিভিন্ন আবাসিক হোটেলে রাত্রিযাপন করেছেন গ্রেপ্তার হওয়া প্রেমিক।
গ্রেপ্তার যুবকের নাম সারোয়ার আরিফ ওরফে আলিফ (২৫)। তিনি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাঠাল বিলবোকা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। ভুক্তভোগী নারী বাদী হয়ে গত ২৭ মে বগুড়া সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।
মামলায় অভিযোগ তোলা হয়, গ্রেপ্তার হওয়া আলিফ ওই নারীর অশ্লীল ছবি ছড়িয়ে দিচ্ছিলেন। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা ডিবি পুলিশের ওসি আব্দুর রাজ্জাক।
সেরা টিভি/আকিব