স্টাফ রিপোর্টার:
সিলেটে ভূমিকম্পের পর নির্দেশনা অনুযায়ী বন্ধ রয়েছে ঝুঁকিপূর্ণ চিহ্নিত ৬টি মার্কেট। এছাড়া ঝুঁকিপূর্ণ ২৪টি ভবন থেকে সরে যাচ্ছে বাসিন্দারা।
সোমবার (৩১ মে) সকাল থেকে নগরীর সিটি, মধুবন সুপার, রাজা ম্যানশন, সমবায় ভবন, সুরমা মার্কেট ও মিতালী ম্যানশন বন্ধ। তবে, হঠাৎ মার্কেট বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েন ক্রেতা ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। এছাড়া ঝুঁকি বিবেচনায় ২৪টি ভবন থেকে সরে যাচ্ছে বাসিন্দারা। বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে বহুতল ভবনের বাসিন্দাদেরকেও।
এর আগে, নগরীর চিহ্নিত ২৪টি ভবন ও মার্কেটের মধ্যে নগরীর ৬টি মার্কেট বন্ধের নির্দেশ দেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি জানান, নগরীর সিটি মার্কেট, মধুবন সুপার মার্কেট, রাজা ম্যানশন, সমবায় ভবন মার্কেট, সুরমা মার্কেট ও মিতালী ম্যানশন ১০ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশনা মেনে নিয়েছেন ব্যবসায়ীরা।
এদিকে, বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা মাথায় রেখে কাজ করছে দুর্যোগ মোকাবিলায় গঠিত বিশেষ সেল। এরইমধ্যে, নগরভবনে কন্ট্রোল রুম করা হয়েছে, জরুরি সেবা নিশ্চিতে চালু হয়েছে হটলাইন।
উল্লেখ্য, সিলেটে গত শনিবার সকাল থেকে পরদিন ভোর পর্যন্ত টানা সাতবার ভূকম্পন অনুভূত হয় নগরীতে। আবহাওয়া অধিদপ্তর জানায় এর উৎপত্তিস্থল সিলেট অঞ্চলেই। টানা সাতবার ভূকম্পনের পর এক সপ্তাহ থেকে দশদিনের মধ্যে বড়ে ভূমিকম্পের আশঙ্কার কথা জানান বিশেষজ্ঞরা।
সেরা টিভি/আকিব