স্পোর্টস ডেস্ক:
প্রতিযোগিতা শুরুর মাত্র ১৩ দিন আগে স্থগিত করা হলো কোপা আমেরিকা। আর্জেন্টিনায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে না বলে জানিয়ে দিয়েছে সাউথ আমেরিকান ফুটবল কনফেডারেশন।
এবার আর্জেন্টিনা ও কলম্বিয়ায় কোপা আমেরিকা হওয়ার কথা ছিল। গত ২০ মে সাউথ আমেরিকান ফুটবল কনফেডারেশন জানায়, কলম্বিয়ায় ঘরোয়া অসন্তোষ চলছে। তাই সেখান থেকে কোপা আমেরিকা কাপের খেলা সরিয়ে দেয়া হলো। এবার তারা আর্জেন্টিনাতেও টুর্নামেন্ট না করানোর সিদ্ধান্ত নিল।
এই বিখ্যাত ফুটবল টুর্নামেন্ট কবে, কোথায় হবে তা জানানো হয়নি। কেন তারা আর্জেন্টিনায় ম্যাচ বাতিল করলেন তার বিস্তারিত ব্যাখ্যা এখনো দেয়া হয়নি। ফেডারেশন বলেছে, তারা আর্জেন্টিনায় ১০ দেশের এই টুর্নামেন্ট করবেন না। কারণ, বর্তমান পরিস্থিতিতে তা করা সম্ভব নয়।
আর্জেন্টিনায় এখন করোনার প্রকোপ বেড়েছে। সেখানে এখন নয় দিনের লকডাউন চলছে। গত শুক্রবার একটা সমীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সেখানে ৭০ শতাংশ মানুষ করোনা পরিস্থিতিতে টুর্নামেন্ট না করার পক্ষে। ফেডারেশনের তরফে জানানো হয়েছে, অন্য কিছু দেশ এই টুর্নামেন্টের আয়োজন করতে চায়। বিষয়টি ভেবে দেখা হচ্ছে।
সেরা টিভি/আকিব