অনলাইন ডেস্ক:
চীনে প্রথমবারের মতো মানব দেহে নতুন ধরণের বার্ড ফ্লুর সন্ধান পাওয়া গেছে। মঙ্গলবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, পশ্চিমে জিয়াংসু প্রদেশে ৪১ বছর বয়সী একজনের শরীরে নতুন ধরনের বার্ড ফ্লুয়ের সংক্রমণ দেখা দিয়েছে। তিনি এইচ-টেন-এন-থ্রি নামের একটি বার্ড ফ্লুয়ে আক্রান্ত হয়েছেন।
ওই ব্যক্তি গত ২৮শে এপ্রিল জ্বর ও অন্যান্য উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরে তার শরীরে এইচ-টেন-এন-থ্রি এভিয়ান ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ শনাক্ত হয় সেদিনই। কিভাবে তিনি এই ভাইরাসে আক্রান্ত হয়েছে সেই ব্যাপারে বিস্তারিত কিছু জানায় নি চীনের স্বাস্থ্য অধিদপ্তর। যদিও এই ফ্লু হাঁস-মুরগী থেকে ছড়ানো ছোট এবং তুলনামূলক কম গুরুতর রোগজীবাণু।
এই ধরনটির বড় আকারে ছড়িয়ে পড়ার ঝুঁকিও কম বলে জানিয়েছে এনএইচসি।
সেরা টিভি/আকিব