লাইফস্টাইল ডেস্ক:
রূপচর্চায় মানুষ কত কিছুই না ব্যবহার করে! আয়ুরবেদিক, ভেষজ জিনিস ব্যবহারে ফলও মেলে। রুপচর্চার জন্য কখনও বরফের ব্যবহার করেছেন? ঘরে তৈরি বরফের টুকরোতেই বহু ত্বকের সমস্যার সমাধান পাওয়া যায়, এতে কোনও সাইড এফেক্টও নেই।
রাতে নাইট ক্রিম ব্যবহার করার অভ্যাস থাকলে তা মাখার পর বরফ মেখে নিতে পারেন, ক্রিম ভালভাবে মিশে যায়। বাড়িতে গোলাপ জল, শশার রস দিয়ে বরফ তৈরি করে নিয়মিত ব্যবহার করলে, ত্বকে কালো ছোপ দূর হয়।
গরমকালে নিয়মিত বরফ ব্যবহার করলে, ফুসকুড়ি, ব়্যাস থেকে মুক্তি পাবেন। বরফ ঠোঁটে মাসাজ করুন, এতে ঠোঁটের মৃত কোষ উঠে গিয়ে সতেজ দেখাবে।
সেরা টিভি/আকিব