স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের সদর উপজেলার হলোখানা ইউনিয়নে ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন ধরে এক কিশোরী কন্যাকে ধর্ষণের অভিযোগে সৎ পিতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত লম্পট পিতা আজিজুল ইসলাম রাজু (৪০) হলোখানা ইউনিয়নের মাদাজালফারা গ্রামের মৃত কাচুয়া মামুদের ছেলে।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, আসামি আজিজুল ইসলাম রাজু ৭ বছর পূর্বে ভিকটিমের মাকে দ্বিতীয় বিয়ে করে। এটি ভিকটিমের মায়েরও দ্বিতীয় বিয়ে। ভিকটিম প্রথম পক্ষের কন্যা সন্তান এবং বাবার সাথে সে বসবাস করত। গত ৮/৯ মাস ধরে সে সৎ পিতার সংসারে তার মায়ের বাড়িতে অবস্থান করছিল। সেই সুবাদে গত কয়েক মাস ধরে সৎ পিতা রাজু ভীতি প্রদর্শন করে মেয়েটিকে ধর্ষণ করে আসছিল। ভিকটিম বিষয়টি মাকে জানালে ভিকটিমের বাবা আব্দুল মতিন (সাবেক স্ত্রীর কাছে) ঘটনা শুনে সোমবার রাতে নারী শিশু আইনে কুড়িগ্রাম সদর থানায় অভিযোগ দায়ের করেন।
এরপর কুড়িগ্রাম সদর থানা পুলিশ পরে অভিযান চালিয়ে সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের বাংটুর ঘাট এলাকা থেকে আসামি আজিজুল ইসলাম রাজুকে গ্রেপ্তার করে। কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার জানান, আসামি আজিজুল ইসলাম রাজুকে আদালতে তোলা হলে ১৬৪ ধারায় জবানবন্দিতে সে দোষ স্বীকার করে। পরে বিচারক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। অপরদিকে ভিকটিম ওই কিশোরীকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সেরা টিভি/আকিব