স্টাফ রিপোর্টার:
ভারতীয় পিঁয়াজ আমদানির ঘোষণায় দেশের পাইকারি বাজারে একদিনের ব্যবধানে প্রতিকেজি পিঁয়াজে ৩ থেকে ৫ টাকা করে দাম কমেছে। ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিলে বাংলাদেশের সঙ্গে ভারতের প্রায় সব স্থলবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে হিলি ও চাঁপাই স্থলবন্দর দিয়ে পিঁয়াজ বা অন্য কোনো পণ্যবাহী গাড়ি প্রবেশ করছে না। এ অবস্থায় বেনাপোলসহ আরো কয়েকটি স্থলবন্দর দিয়ে পিঁয়াজ আনা যাবে- সরকারের এমন একটি সিদ্ধান্তের কারণে পিঁয়াজের বাজার পড়তে শুরু করেছে।
বর্তমানে বাজারে দেশি এবং মিয়ানমারের পিঁয়াজ পর্যাপ্ত থাকলেও পাইকারিতে দাম চল্লিশোর্ধ। এ অবস্থায় ভারতীয় পিঁয়াজ ঢুকলে পাইকারি-খুচরা উভয় ক্ষেত্রে নিত্য প্রয়োজনীয় এ পণ্যটির দাম আরো কমে আসবে বলে মনে করছেন দেশের অন্যতম পাইকারি বজার খাতুনগঞ্জের আড়তদার ও ব্যবাসায়ীরা
সেরা টিভি/আকিব