স্টাফ রিপোর্টার:
প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেটে কিছু পণ্যে আয়কর, শুল্ক, ভ্যাট অথবা সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে। এতে কিছু পণ্যের দাম বাড়তে পারে।
বাজেটে বাড়তি কর ও শুল্ক আরোপের কারণে এবার দাম বাড়ছে সব রকমের সিগারেট ও বিড়ির। এছাড়া মাশরুম, আমদানি করা ছাগল ও ভেড়ার মাংস, আমদানি করা গাজর ও শালগম, আমদানি করা বাদামের দামও বাড়বে।
এছাড়াও দাম বাড়বে আমদানি করা মিষ্টান্ন, সোডিয়াম ক্লোরাইড বিপি, আমদানি করা লবণ, ডিসোডিয়াম সালফেট, সোডিয়াম সালফেট, হিমায়িত খাদ্য, আমদানি করা খনিজ তেলের।
এর আগে, ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয় মন্ত্রিসভা। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে মন্ত্রিসভার বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে যোগ দেন মন্ত্রিসভার সদস্যরা।
৫০তম বাজেটের আকার ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। রাজস্ব আয় ঠিকঠাক হলেও, ঘাটতি ২ লাখ ১১ হাজার ১৯১ কোটি টাকা। যা জিডিপির ৬ দশমিক ১ শতাংশ। অর্থাৎ ৩৫ শতাংশ টাকাই ধার করতে হবে সরকারকে। বাজেটের ইতিহাসে এটিই সর্বোচ্চ ঘাটতি।
সেরা টিভি/আকিব