স্পোর্টস ডেস্ক:
টেস্ট ক্রিকেটে অভিষেক ম্যাচেই বিশ্ব রেকর্ড গড়লেন নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়ে। ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি আর দ্বিতীয় ইনিংসে ২৩ রান করেই বিশ্ব রেকর্ডের মালিক হন ২৯ বছর বয়সী এ ওপেনার।
কনওয়ে অভিষেক ম্যাচে ওপেনার হিসেবে দুই ইনিংসে মিলে (২০০ ও ২৩) রেকর্ড ২২৩ রান সংগ্রহের বিশ্ব রেকর্ড গড়েন।
৩৯ বছর আগে ১৯৮২ সালে অস্ট্রেলিয়ার ওপেনার কেপলার ওয়েসেলস প্রথম ইনিংসে ১৬২ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৪৬ মিলে ২০৮ রান করেন।
তবে অভিষেক ম্যাচে যে কোনো পজিশনে রেকর্ড সর্বোচ্চ ৩১৪ রান করেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার লরেন্স রো। তিনি ১৯৭২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে কিংসটনে প্রথম ইনিংসে ডাবল (২১৪) আর দ্বিতীয় ইনিংসে (১০০*) সেঞ্চুরি করেন।
অভিষেক টেস্টে ৩০৬ রান করে দ্বিতীয় পজিশনে আছেন ইংল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার রেজিল্যান্ড আরস্কিন ফস্টার। তিনি ১৯০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনিতে প্রথম ইনিংসে ২৮৭ আর দ্বিতীয় ইনিংসে করেন ১৯ রান।
সেরা টিভি/আকিব