স্টাফ রিপোর্টার:
কন্যা সন্তান জন্ম দেয়ার অভিযোগে ওই সন্তানসহ স্ত্রী হাসিনা বেগমকে (৩৫)ঘরে নিতে আপত্তি জানান স্বামী আব্দুর রউফ (৪৫)। তারপরও হাসিনা বেগম সন্তানকে নিয়ে স্বামীর নিকট গেলে হাসিনা বেগমের শরীরে আগুন তিনি আগুন দেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে হাসিনা বেগম অজ্ঞান হয়ে পড়লে স্বামী তাকে কাঁধে করে নিয়ে অদূরে পানির ড্রেনের পাশে মাটিতে জীবন্ত পুঁতে রাখেন। পরে বনবিভাগের একটি বাগান থেকে অর্ধগলিত অবস্থায় হাসিনা বেগমের লাশ উদ্ধার করে পুলিশ। তবে নবজাতক শিশুটির এখনও কোনো হদিস পায়নি পুলিশ। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে স্বামী আব্দুর রউফকে আটক করে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় আব্দুর রউফ স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে দিনাজপুর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
সেরা টিভি/আকিব