অনলাইন ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবার ফেডারেল বিচারপতি হিসেবে কোনো মুসলিম নিয়োগের অনুমোদন দিল সিনেট। গত বৃহস্পতিবার মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষে ভোটাভুটিতে বিচারপতি হিসেবে জাহিদ কুরাইশিকে নিয়োগের পক্ষে মত দিয়েছেন বেশিরভাগ মার্কিন সিনেটর।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত বৃহস্পতিবার মার্কিন পার্লামেন্টের উচ্চ কক্ষ সিনেটে এ নিয়ে ভোটাভুটি হয়। এতে জাহিদ কুরাইশিকে বিচারপতি হিসেবে নিয়োগের পক্ষে মত দিয়েছেন অধিকাংশ সিনেটর। এর আগে গত মার্চে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কুরাইশিকে ফেডারেল বিচারপতি হিসেবে নিয়োগের জন্য মনোনীত করেন।।
প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাসীন ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত সিনেটে এদিন কুরাইশির নিয়োগের পক্ষে ভোট দেন ৮১ জন সিনেটর। বিপরীতে তার নিয়োগের বিরোধিতা করেন মাত্র ১৬ জন সিনেটর। এতে যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম বিচারপতি হিসেবে জাহিদ কুরাইশির নিয়োগ নিশ্চিত হয়।
জানা যায়, এর আগে ফেডারেল ও মিলিটারি প্রসিকিউটর ছিলেন ৪৬ বছর বয়সী জাহিদ কুরাইশি। ২০১৯ সালে নিউজার্সির ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পান তিনি।
সেরা টিভি/আকিব