স্টাফ রিপোর্টার:
নির্বাচন করোনা সংক্রমণের একমাত্র মাধ্যম নয়, পরিস্থিতি বিবেচনা করে মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
দুপুরে মাদারীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি। সভায় নুরুল হুদা আরও জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে যেসব এলাকায় করোনা সংক্রমণ বেশি সেসব এলাকায় নির্বাচন স্থগিত রাখা হয়েছে।
এসময় তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে জনপ্রতিনিধি ও ভোটাররা ইভিএম পদ্ধতিতে নির্বাচন চান। প্রধান নির্বাচন কমিশনার বলেন,’করোনাকে গুরুত্ব দিচ্ছি। যেখানে করোনা সংক্রমণ বেশি সেখানে আমরা নির্বাচন করছি না। এখন কোভিড পরিস্থিতি যদি একটু ভালো হয় তবে পেন্ডিং যে নির্বাচন আছে সেগুলো করবো। পরিস্থিতি অনুযায়ী আমরা ব্যবস্থা নিবো।’
সেরা টিভি/আকিব