টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করতে চায় বাংলাদেশ - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করতে চায় বাংলাদেশ - Shera TV
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:২৮ অপরাহ্ন

টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করতে চায় বাংলাদেশ

সেরা টিভি
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুন, ২০২১

স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপ আয়োজন করতে চায় বাংলাদেশ। তবে এককভাবে নয়, যৌথভাবে টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপের স্বাগতিক হওয়ার ইচ্ছা বিসিবির। মঙ্গলবার বিসিবি’র নির্বাহী কমিটির সভা শেষে সভাপতি নাজমুল হাসান পাপন নিজেই জানান এই তথ্য।
আইসিসির আগামী উইন্ডোতে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফিরও স্বাগতিক হওয়ার ইচ্ছা বাংলাদেশের। যৌথভাবে বিশ্বকাপ আয়োজন নিয়ে দু’একদিনের মধ্যে ভারত পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে আলোচনার কথাও বলেন বিসিবি বস।
আইসিসির ঘোষিত উইন্ডোতে ২০২৫ ও ২০২৯ সালে রয়েছে দুইটি চ্যাম্পিয়ন্স ট্রফি। এককভাবে এই দুই টুর্নামেন্টের যেকোনো একটি আয়োজন করার জন্য বিড করবে বিসিবি। এছাড়া ২০২৭ ও ২০৩১ সালের রয়েছে দুটি ওয়ানডে বিশ্বকাপ।
এর যেকোনো একটিতে যৌথভাবে স্বাগতিক হতে চায় বাংলাদেশ।
এর আগে ২০১১ বিশ্বকাপে শ্রীলঙ্কা ও ভারতের সঙ্গে যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করে বিসিবি। এছাড়া ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ এককভাবে আয়োজন করে বাংলাদেশ।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360