সেরা এন্টারটেইনমেন্ট ডেস্ক:
করোনা মহামারিতে থমকে গেছে গোটা পৃথিবী। মাঝে কিছুটা কমলেও আবারও বেড়েছে করোনা সংক্রমণ। করোনার সংক্রমণ কমাতে ভারতের বিভিন্ন স্থানে চলছে লকডাউন। অন্য অনেক কিছুর সঙ্গে থেমে আছে ছবি তৈরি কিংবা শুটিংয়ের কাজও। তবে লকডাউনের মধ্যে ঘরে বসেই তারকারা যে যেভাবে পারছেন কাজ করার চেষ্টা করছেন। পিছিয়ে নেই টালিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও।
লকডাউনে অবসরকে কাজে লাগিয়ে একটি গল্প লিখে ফেলেছেন তিনি। গল্পটি নিয়ে ছবি নির্মাণের পরিকল্পনা রয়েছে প্রসেনজিতের। গল্পটির চিত্রনাট্য তৈরি করবেন পদ্মনাভ দাশগুপ্ত। একটি বাচ্চা ছেলে এবং একজন প্রাপ্ত বয়স্ক মানুষের সম্পর্ক নিয়ে ছবির গল্পটি আবর্তিত হয়েছে। ছবিতে প্রাপ্ত বয়স্কের চরিত্রে থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রাথমিক পর্যায়ে এই ছবির কাজ শুরু হয়েছে। সব কিছু ঠিক থাকলে শুটিং শুরু হবে জুলাই মাস থেকে। টালিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়েেও এই ছবিতে অভিনয়ের কথা রয়েছে।
করোনা সংক্রমণের শুরু থেকে প্রসেনজিৎ তার কাজ নিয়ে কোনও কথা বলেননি। ২০২১-এর বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে তার নামের গুঞ্জন শোনা যাচ্ছিল। সেই সময় তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, কোনও দিনই তিনি রাজনীতিতে আসবেন না। বরাবরই তিনি সেই লক্ষ্যে অটল থেকেছেন।
সেরা টিভি/আকিব