স্টাফ রিপোর্টার:
৮ই জুন গুলশানের অল কমিউনিটি ক্লাবে ভাঙচুর চালিয়েছেন চিত্রনায়িকা পরীমণি এবং ক্লাবে থাকা বেশ কয়েকজন বার-কর্মীকে মারধর করেন এমন অভিযোগ করেছেন ক্লাবের প্রেসিডেন্ট কে এম আলমগীর। আজ বুধবার (১৬ জুন) সন্ধ্যায় সাংবাদিকদের ব্রিফ করেন তিনি। ঘটনার ৮দিন পর অভিযোগ আনলো ক্লাব কর্তৃপক্ষ। এ ঘটনায় গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে ক্লাব কর্তৃপক্ষ।
ব্রিফিংয়ে কে এম আলমগীর জানান, তিনি সেদিন রাতে ক্লাবে যখন আসেন তখন বার বন্ধ ছিল। কিন্তু তাদের অনুরোধে আমাদের কয়েকজন কর্মী তাদেরকে প্রয়োজনীয় বিষয়াদি সার্ভ করে। তারপরও তিনি ৯৯৯-এ ফোন করে ক্লাবে পুলিশ নিয়ে আসে। পরে পুলিশই তাদেরকে ক্লাব থেকে চলে যেতে অনুরোধ করেন। এসময় তারা ক্লাবে প্রায় ৩০ মিনিটের মতো অবস্থান করেন।
কে এম আলমগীর আরও জানান, এদিন পরীমণি ক্লাবে গ্লাস, প্লেটসহ নানা জিনিস ভাঙচুর করেন। ক্লাবে থাকা বেশ কয়েকজন বার-কর্মীকেও মারধর করেন। ক্লাবের সুনাম যেন ক্ষুন্ন না হয়, তাই থানায় আগে কোনো জিডি করা হয়নি। যে সদস্যের মাধ্যমে পরীমণি সেই রাতে ক্লাবে প্রবেশ করেছিলেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।
এদিকে, রাজধানীর উত্তরায় বোট ক্লাবে নাসির উদ্দিন নামের এক ব্যক্তি তাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করে বলে রবিবার সংবাদ সম্মেলনে অভিযোগ করেন পরীমণি। সংবাদ সম্মেলনের পর রাত থেকেই নিরাপত্তা জোরদার করা হয় চিত্রনায়িকা পরীমনির বাসার সামনে। এর আগে সন্ধ্যায় ফেসবুক পোষ্টে তাকে হত্যা ও ধর্ষণচেষ্টার ঘটনায় প্রধানমন্ত্রীর সাহায্য কামনা করেন। এ ঘটনায় সোমবার দুপুর দুইটার দিকে নাসির উদ্দিনের উত্তরার বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। সেখান থেকে পরীমণির করা মামলার এজাহারভুক্ত দুই আসামি ছাড়াও আরও তিন নারীকে গ্রেপ্তার করা হয়। এসময় বাড়িটি থেকে বেশকিছু মাদকদ্রব্যও জব্দ করা হয়। মঙ্গলবার ৫ আসামির রিমান্ড মঞ্জুর করে আদালত।
সেরা টিভি/আকিব