পুলিশের সঙ্গে ছাত্রদলের ধাওয়া পাল্টা ধাওয়া - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
পুলিশের সঙ্গে ছাত্রদলের ধাওয়া পাল্টা ধাওয়া - Shera TV
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৭ অপরাহ্ন

পুলিশের সঙ্গে ছাত্রদলের ধাওয়া পাল্টা ধাওয়া

সেরা টিভি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

স্টাফ রিপোর্টার:

ময়মনসিংহে পুলিশের সঙ্গে ছাত্রদলের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ইট-পাটকেল নিক্ষেপ, গুলি বর্ষণ ও ব্যাপক লাঠিচার্জ হয়। এতে পুলিশসহ আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। নগরীর শহরতলী এলাকায় বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে ছাত্রদলের আলোচনা সভাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন- কোতয়ালি মডেল থানার ওসি তদন্ত ফারুক হোসেন, ওসি অপারেশন ওয়াজেদ আলী, পুলিশ সদস্য চাঁন মিয়াসহ কমপক্ষে ১০ জন পুলিশ সদস্য। এছাড়াও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, ঢাকা মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রশিদ হাবিব, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মাজেদুর রহমান রুমন, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ এলাহী, রাশেদ ইকবাল, বিভাগীয় সহসাংগাঠনিক সম্পাদক নাইমুল করিম লুইম, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক তানভীর আহমদ রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার আলম রাজু, দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মাহাবুবুর রহমান রানা, সাধারণ সম্পাদক আবু দাউদ রায়হান, উত্তর জেলার সভাপতি নিহাদ সালমান ডুনন, সাধারণ সম্পাদক রায়হান শরীফ হলুদ, সহ-সভাপতি সাইফুজ্জামান সরকার শাওন, আনন্দ মোহন কলেজ ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম রাকিব, ছাত্রনেতা মোমেনসহ কমপক্ষে ২০ ছাত্রদল নেতাকর্মী আহত হন।

এ বিষয়ে পুলিশ সুপার মো. আহমার উজ্জামান বলেন, চরকালী বাড়ি এলাকায় কোভিড নিষেধাজ্ঞা ভঙ্গ করে ছাত্রদল সমাবেশ করছিল। পুলিশ ঘটনাস্থলে গেলে বিনা উস্কানিতে ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা করেন। এসময় বেশ কিছু পুলিশ সদস্য আহত হয়েছেন।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360