স্টাফ রিপোর্টার:
আট দিন নিখোঁজ থেকে বাড়ি ফেরা আলোচিত ধর্মীয় বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান ও তার দুই সঙ্গীকে রংপুর আদালতে তোলা হয়েছে। অপর দুজন হলেন-আবু মুহিত আনছারী ও গাড়িচালক আমির উদ্দিন। আজ শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। ত্ব-হা নিখোঁজের ঘটনায় করা সাধারণ ডায়েরির (জিডি) আলোকে তিনজনকে আদালতে তোলা হয়েছে।
এর আগে আজ ভোরে অজ্ঞাত স্থান থেকে বাড়ি ফেরেন ধর্মীয় বক্তা আবু ত্ব-হা। পুলিশ বলছে, ব্যক্তিগত কারণে আত্মগোপনে ছিলেন তিনি। তবে ব্যক্তিগত কারণটা কী তা জানায়নি পুলিশ। তবে জানা গেছে, পারিবারিক কারণে গাইবান্ধায় বন্ধুর বাড়িতে আত্মগোপন করেছিলেন তিনি।
সেরা টিভি/আকিব