স্পোর্টস ডেস্ক:
হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ডেনমার্কের ফুটবলার ক্রিস্টিয়ান এরিকসেন। গত শনিবার ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলার সময় কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হন। তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সফল অপারেশান শেষে শুক্রবার ছাড়া পান তিনি। ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচে মাঠে পড়ে যাওয়ার কিছুক্ষণ আগে এরিকসেন।
শুক্রবার সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতি পোস্ট করে ডেনমার্কের ফুটবল অ্যাসোসিয়েশন। সেখানে জানানো হয়, হৃদযন্ত্রে সফল অস্ত্রোপচারের পর ক্রিশ্চিয়ান এরিকসনকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে। ১০ নম্বর জার্সিধারী ড্যানিশ মিডফিল্ডারের হৃদপীন্ডকে সচল রাখতে তাতে ইমপ্ল্যান্টেবল কার্ডিওভের্টার ডেফিব্রিলেটর বা আইসিডি বসানো হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।
হাসপাতাল থেকে বের হয়েই দলের সঙ্গে দেখা করতে যান তিনি। এরপর চলে যান বাসায়। ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচে এরিকসেন মাটিতে। তাঁকে ঘিরে আছেন উদ্বিগ্ন সতীর্থরা। গত শনিবার ইউরো কাপে ফিনল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের প্রথমার্ধের অন্তিম মুহূর্তে আচমকাই মাঠে লুটিয়ে পড়েন ডেনমার্কের এরিকসন। হৃদরোগে আক্রান্ত হন তিনি। সঙ্গে সঙ্গে খেলা বন্ধ করে দেওয়া হয়। কিছুক্ষণ শুশ্রূষার পর এরিকসনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেরা টিভি/আকিব